ভারত ৬৫ রানে অলআউট হবার ভবিষ্যদ্বাণী’ মিচেল মার্শের

 

সবার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর একটি মাত্র ম্যাচ । এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে দেড় মাসের জমজমাট বিশ্বকাপ আয়োজন ।সেই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত।

আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দল দুইটি । খেলার আগেই রোহিত শর্মার দলকে হুমকি দিয়ে রাখলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি ভারতকে মাত্র ৬৫ রানে অলআউট করার ভবিষ্যদ্বাণী দিয়েছেন!

তিনি আরো দাবি করেন, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে লুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া ৩৮৫ রানের বড়সড় ব্যবধানে শিরোপা জিতবে । প্রথম দেখায় বিষয়টি হাস্যকর এবং অবিশ্বাস্যই ঠেকতে পারে যে কারও কাছে! আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের একটি পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী-ই করেছেন মিচেল মার্শ।

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মহাআড়ম্বর শুরু হতে আর দিন দুই বাকি। ৪৫ ম্যাচের রাউন্ড রবিন এবং দুটি সেমিফাইনাল ম্যাচ শেষে বিশ্বকাপ এখন চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়ে। যেখানে সর্বশেষ পর‌্যন্ত নিজেদের বাচিয়ে রেখেছে ভারত-অস্ট্রেলিয়া। সম্প্রতি দু’দলের লড়াই নিয়ে বাড়তি উত্তেজনারও সৃষ্টি হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতদের হারিয়ে ট্রফি বাগিয়ে নিয়েছিল প্যাট কামিন্স বাহিনী।

ইতোমধ্যে ম্যাচটিতে কে জিতবে— এমন প্রশ্নে মার্শ তার দলকে বেছে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার ভবিষৎবাণীতে একেবারে অঙ্কের হিসাব তুলে ধরেছেন তিনি যে বিষয়টি সবাইকে অবাক করে। তবে মজাচ্ছলেই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন। পডকাস্ট অনুষ্ঠানে মার্শ বলেন, ‘অস্ট্রেলিয়া অপরাজিত থাকবে, ফাইনালে ভারতকে হারাব আমরা। অস্ট্রেলিয়ার স্কোর হবে এমন– ৪৫০/২। পরে ভারত অলআউট হবে ৬৫ রানে।’

বিশ্বকাপের আসর জুড়ে অজিদের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন মার্শ। ৯ ম্যাচে ৫৩.২৫ গড়ে তিনি এখন পর্যন্ত ৪২৬ রান করেছেন। যদিও তার সামনে আছেন স্বদেশি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০ ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার করেছেন ৫২৮ রান। এছাড়া রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুর্দান্ত অবস্থান ভারতীয় ক্রিকেটারদের। রোহিতের দল বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। বিপরীতে ভারতের সঙ্গে প্রথম দেখায় বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের চলতি আসরে রেকর্ড অষ্টম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অজিবাহিনী। বিশ্বক্রিকেটের সবচেয়ে সফল দলটি এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে, ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালের পর চতুর্থ ফাইনালে উঠেছে ভারত। তাদের দুর্দান্ত ফর্ম ও ঘরের মাঠ বিবেচনায় সব ফলই তাদের পক্ষে কথা বলছে! তবুও বহুল আকর্ষণীয় ফাইনালে কারা জিতবে— সময়ই বলে দেবে তা!