‘পাঠান’ ছবির প্রথম গানটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পায়। এরপরই গানটি নিয়ে শুরু হয় বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেয়া হয়েছে ছবিটি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।
পাঠান এবং শাহরুখকে বয়কটের ডাক অবশ্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে।
কেউ কেউ আবার দাওয়াই দিয়েছিলেন, শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক। ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর ফের ফুঁসে উঠেছে বয়কটকারীরা।
বয়কটের কারণ- গানের দুয়েকটি দৃশ্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গেছে দীপিকাকে। পেছন থেকে পাঠানরূপী শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন।
‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং’।
এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।