টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলনেতা লোকেশ রাহুল।

বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর অধিনায়ক সাকিব আল হাসান ফিট হয়েই মাঠে টস করতে নামেন।  পরে জানান, টস জিতলে তিনিও ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতেন।  বাংলাদেশ দল আজ দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে মাঠে নামছে।

ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে নেই টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  তার পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন জাকির হাসান।  এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে।  ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রান করে নজর কেড়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ :

সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

ভারত একাদশ:

লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।