ডেমরায় ছিনতাইকারীর কবলে সৌদি প্রবাসী, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

রাজধানীর ডেমরায় পুলিশ পরিচয় মাইক্রোবাস ঠেকিয়ে ছিনতাই ছুরিকাঘাতে সৌদি প্রবাসী ও দুই বোনসহ একই পরিবারের ৪ জন আহত।  বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টারস এলাকায় সৌদি প্রবাসী এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আনোয়ার হোসেন (২৮) সৌদি প্রবাসী, ছোট বোন নুসরাত জাহান (২০) বড় বোন জান্নাতুল নাঈম (৩৫) ও তার স্বামী আবু তাহের (৪৫)।  আহত জান্নাতুল নাঈম জানান, সৌদি আরব থেকে আসা প্রবাসী ভাই আনোয়ারকে নিয়ে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা একটি মাইক্রোবাস যোগে গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তী শিবপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথে অজ্ঞাত ০৬/০৭ জন ব্যক্তি অপর একটি মাইক্রো যোগে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়, আমাদের গাড়ি পথরোধ করে এবং পুলিশের লোক পরিচয় দিয়ে গাড়িতে স্বর্ণালংকার কি আছে বের করতে বলে। এক পর্যায়ে তারা আনোয়ারকে ডান হাতে ও বাম হাতে ছুরিকাঘাত করে আমার বাম হাতে ও আমার স্বামী আবু তাহের ও ছোট বোন নুসরাত জাহানকে ছুরিকাঘাতে আহত করে।  নাঈম আরও জানান, তারা আমাদের কাছে সঙ্গে থাকা ১৮ হাজার রিয়াল ও ৩ ভরি স্বণ নিয়ে যায়। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। ঢাকা মেডিকেলে আনোয়ার ও আমার চিকিৎসা চলছে। আর আমার স্বামী আবু তাহের ও বোন নুসরাত কে ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা।  ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছিনতাইকারীর কবলে সৌদি প্রবাসী’সহ একই পরিবারের ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা আর আনোয়ার হোসেনের তার বড় বোনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।