পিসিবির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট ধ্বংসের অভিযোগ রমিজ রাজার

 

জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের শুরুর দিকে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান ছিল পাকিস্তানের। র‍্যাংকিংয়ে সেরা দলটির অধিনায়ক হচ্ছেন বাবর আজম। সাথে আছে সেনসেশন বোলার শাহিন শাহ আফ্রিদি। আর ফর্মে থাকা অন্যান্য বোলার ও ব্যাটাররা। সবকিছু মিলিয়ে নিজেদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখছিল দলটি।

তবে ভাগ্য দলটির সহায় হলো না। বাবর আজম , শাহিন আফ্রিদি দুজনের কেউই তদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই বিশ্বকাপে সেমির আগেই বিদায় নিতে হয়েছে তাদের। দলের এমন বিদায় মেনে নিতে পারছেন না ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রমিজ রাজা।

ব্যর্থ হওয়ার পরেও রমিজ রাজা বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর। পাকিস্তান ক্রিকেট ধ্বংসের কারণ হিসেবে দায়ী করেছেন পিসিবিকে ।

ইউটিউবে এক ভিডিও বার্তায় রমিজ রাজা জানান, যখন একজন বোলার নতুন বলে উইকেট নিতে ব্যর্থ হয়, বেশি রান দিয়ে ফেলে তখন অধিনায়কের কি করার থাকে? ব্যর্থতার পর পিসিবি কয়েকজন সাবেক খেলোয়াড়কে ডেকে আনে এবং তাদের কাছে পরবর্তী করণীয় জানতে চায়। তাহলে তাদের কাজটা কি? তাদেরকে কে এখানে বসিয়েছে? তাদের কাজ কি শুধু অধিনায়ক ও অন্যদের পরিবর্তন করা?

তিনি আরও বলেন, যদি ক্রিকেটের প্রতি ভালোবাসা না থাকে তাহলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রথমে অধিনায়ক নয়, নিজেকে পরিবর্তন করতে হবে। একই সঙ্গে মানসিকতা। পছন্দের সাংবাদিকের কাছে তথ্য পাচারের মানসিকতাও বন্ধ করতে হবে।

রমিজ রাজা বলেন, ক্লাব ক্রিকেটে স্পাইকওয়ালা বুট ব্যবহার যাবে না। ছুটির দিনে খেলা বাদ দিয়ে বিভিন্ন কোম্পানির কাছে অর্থের বিনিময়ে মাঠ ভাড়া দেওয়া হচ্ছে। এসব পরিবর্তন করতে হবে। সবার আগে বোর্ডে যারা রয়েছে তাদের মানসিকতা পরিবতর্ন করতে হবে।