সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রাজাবাড়ী বাজারে গাজীপুর ৩ আসনের এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এর দিক নির্দেশনায় আওয়ামীলীগ এর নেতাকর্মীরা এ শান্তি সমাবেশ করেন।
কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এস.এম. আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আক্তারুজ্জামান পলান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সরদার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছফুরউদ্দিন দেওয়ান, মোঃ হালিম আকন, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরদার , সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ সিকদার,শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হারুন অর রশিদ রনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ ইউসুফ আলী শেখ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাছুম মন্ডল, যুবলীগ নেতা বেলায়েত পলান, আব্দুল জলিল দেওয়ান, কাউসার হোসেন দিপু, নাছির বাগমার,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল মেম্বার, ইউনিয়ন শ্রমীকলীগ সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল মীর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকির মোর্শেদ আলম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু, সাংগঠনিক সম্পাদক হৃদয় খান প্রমূখ্য।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত গণ-আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। সুতরাং তাদের কথায় আর এদেশের মানুষ বিশ্বাস করে না। যারা মানুষ মারে, পেট্রোল বোমা মারে, গাড়িতে অগ্নিসংযোগ করে এদেশের জনগণ তাদেরকে আর চায় না। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা।