সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলতে গেলেও ফিরলো খালি হাতে। ৯ ম্যাচের ৭টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো হাথুরুসিংহের শিষ্যরা।
আজ শনিবার লিগপর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের হারের ষোলোকলা পূর্ণ করেন মিচেল মার্শ। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের করা ৩০৬ রান তারা টপকে যায় ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখে। মার্শ ১৩২ বল খেলে ১৭টি চার ও ৯ ছক্কায় অপরাজিত থাকেন ১৭৭ রানে। তার সঙ্গে ৬৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। তার আগে ৫৩ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ত্রাভিস হেড ১০ রান করে আউট হন। একটি উইকেট নেন তাসকিন। অপর উইকেট নেন মোস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩০৬/৮ (৫০ ওভারে)
অস্ট্রেলিয়া: ৩০৭/২ (৪৪.৪ ওভার)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মিচেল মার্শ (১৭৭*)।