অবশেষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বরের গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গণসমাবেশের অনুমোতি দেয় পুলিশ।
গণসমাবেশের অনুমোতি প্রসঙ্গে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সমাবেশের জন্য বিএনপিকে গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি আগের শর্তেই দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া নিরাপত্তা বলয় সেখানেও থাকবে।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা পর্যাপ্ত সংখ্যক পুলিশ গোলাপবাগেও থাকবে। এছাড়া সাদা-পোশাকে সেখানে কাজ করবে।
এদিকে গনসমাবেশের অনুমোতির পাওয়ার কথা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের প্রত্যাশা ছিল আমরা কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করব। সেখানে যেহেতু খেলা চলছে এবং কর্তৃপক্ষ আমাদের বলল অন্য একটা জায়গা আপনারা বিবেচনা করতে পারেন।
এর পরিপ্রেক্ষিতে আমরা গোলাপবাগ মাঠে আমরা আমাদের চয়েস দিই। আমাদের চয়েসের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন, লিখিতভাবে জানাতে। সেটা আমরা দিয়েছি। ওই জায়গায় গণসমাবেশ করার জন্য তারা আমাদের বলেছেন। গোলাপবাগ মাঠসহ আশেপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধান করবে পুলিশ।