নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দশ রাউন্ড গুলি জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার নূরবাগ ও ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: ফতুল্লার কুতুবআইল এলাকার খালিদ হাসান রবিন (৩৪) এবং সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি তালতলা এলাকার ডালিম (২৮)।সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার রবিন ও ডালিম দীর্ঘদিন ধরে অস্ত্র এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রবিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি অপহরণ, অস্ত্র ও মাদক মামলা আর ডালিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা অস্ত্র বেচাকেনা করছে কি-না তা তদন্ত করা হচ্ছে। এছাড়া এ অস্ত্র উদ্ধারে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’