গুগলের অনলাইন জরিপে অংশ নিয়ে আয় করার সুযোগ

বর্তমান যুগটাই এখন অনলাইনের।  তথ্যপ্রযুক্তি পাল্টে দিয়েছে গোটা বিশ্ব।  অনলাইন উন্মোচন করছে কাজের নতুন নতুন দিগন্ত।  অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে আয় করা যায়।  বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক জায়ান্ট গুগলও সেই সুযোগ দিচ্ছে ব্যবহারকারীদের।  গুগলের অনলাইন জরিপে অংশ নিয়ে আয় করা যায় খুব সহজেই।

গুগলের অনলাইন জরিপে অংশ নিতে প্রথমেই আপনাকে ‘গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস’ অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে।  এই অ্যাপে বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করা যাবে।  যখনই নতুন কোনো জায়গায় ভিজিট করবেন, তার অভিজ্ঞতা সম্পর্কে গুগলে রিভিউ জানাতে পারেন।  এই অ্যাপ ইনস্টল করার পর গুগলের পক্ষ থেকেই আপনার ফোনে নোটিফিকেশন পাঠানো হবে।  সেখানে ট্যাপ করে সার্ভের উত্তর দিতে পারেন।  এই সার্ভেগুলোতে নিজের অভিজ্ঞতা জানিয়ে, মোবাইল থেকেই টাকা ইনকাম করতে পারবেন।  সেই সার্ভেগুলো হতে পারে কোনো স্থান, রেস্তোরাঁ, কোনো শপিং মল, ব্র্যান্ড, যে কোনো প্ল্যাটফর্ম বা নতুন কোনো পণ্যের উপর।

হতে পারে আপনি সম্প্রতি কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন সেই সম্পর্কে অথবা কোনও রেস্তোরাঁ নিয়ে আপনার অভিজ্ঞতা। এই সার্ভেতে বিভিন্ন প্রশ্ন থাকে যার উত্তর দেওয়ার পর একটি নির্দিষ্টি টাকা দেবে গুগল।  একটি সার্ভে শেষ করলে ০.১০ ডলার থেকে ১ ডলার টাকা দেওয়া হবে ওই ইউজারকে।  তবে সার্ভের প্রশ্ন সংখ্যা, সেটি দিতে কতক্ষণ সময় লেগেছে এবং আপনার উত্তর কতটা সত্যি, তার উপর নির্ভর করবে টাকার অংক।

যখনই আপনি সার্ভে করে ২ ডলার পাবেন তখন আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন।  তবে এই টাকা সরাসরি ব্যবহার করা যাবে না।  এর জন্য একটি পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে।  গুগলের তরফ থেকে আপনার ইমেইলে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হবে।  আপনার গুগল ওপিনিওন রিওয়ার্ডস এবং পে-পালের ই-মেইল যদি আলাদা হয়, তাহলে ৩০ দিনের মধ্যে সেই টাকা ব্যবহার করতে হবে।  না হলে সেই টাকার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে।  পাশাপাশি কারও যদি ২ ডলার না হয়ে থাকে, তাহলে তাকে আরও সার্ভের মাধ্যমে সেই অংকে পৌঁছাতে হবে।

বর্তমানে ৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আছেন ‘গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস’ নামক অ্যাপটিতে।