ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি ও জামায়াতে ইসলামের ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

রোববার (৫ নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা।

জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং শিমরাইল এলাকায় মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়িয়ে তাতে আগুন দেয়া হয়। এসময় নেতাকর্মীরা সড়কে অবস্থান করে নানা স্লােগান দেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে ঘন্টাখানেকের মধ্যেই সড়ক থেকে সরে যান তারা।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি। যতোদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।