রোনালদোদের বিপক্ষে করা গোলই মেসির ক্যারিয়ারে সেরা্

সমস্ত ক্যারিয়ার জুড়ে অগণিত গোল করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয় করেছেন। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে বিভিন্ন প্রশ্নের মধ্যে ক্যারিয়ারের সেরা গোল নিয়ে একটা প্রশ্ন করা হলে জবাবে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা একটি গোলকে তিনি সেরা বলে বেছে নিয়েছেন।

লিওনেল মেসি বলেন, গুরুত্বপূর্ণ খেলায় গোল করাটা বড় ব্যাপার। সেটা বিশ্বকাপ হোক আর চ্যাম্পিয়ন্স লিগ হোক। সেরা গোল নিয়ে আমি কখনো ভাবিনি। সে কারণে কিছু মনেও নেই। তবে আমার মনে হয় ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোদের বিপক্ষে দ্বিতীয় গোলটা সেরা গোল।

রিয়ালের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে লিওনেল মেসির গোলটি ছিল সত্যিই অসাধারণ। ৭৬ মিনিটে মেসির গোলে তখন বার্সেলোনা ১-০ গোলে এগিয়ে। ৮৭ মিনিটে মেসি করেন সেই স্মরণীয় গোলটি। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে একেবেকে একের পর এক রিয়ালের বাঘা বাঘা সব ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন।