মিরসরাইয়ে বিএনপির ৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে মশাল মিছিল, গাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মিরসরাই থানায় উপজেলার ৩৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছালেক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনসহ ৩৮ নেতাকর্মী ও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০-৭০ জনকে।

মামলার আসামি খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার খাদেমুল ইসলাম প্রকাশ নিলু (৪৭) ও অজ্ঞাত আসামি পশ্চিম মিরসরাই এলাকার আমান উদ্দিন কাজলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে গাড়ি ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা। পুলিশ এসে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের ছবি সংবলিত ব্যানার ও আগুন দিয়ে পোড়ানোর কিছু সরঞ্জাম ও আলামত সংগ্রহ করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে নয়দুয়ারিয়া এলাকায় অপ্রীতিকর ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আবু ছালেক বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।