নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করে মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ট্রলারে চড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব দেশ বর্তমান কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচি সফল করতে একটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথও অবরোধ করছেন তারা।
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো, মোসাবেরুল হক দেশ বর্তমান কে বলেন, মেঘনা নদীতে বিএনপির নেতা-কর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।