প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে সাব্বির হোসেন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার পরও মিলেনি কোনো সুখবর। নিম্নবিত্ত পরিবারের সন্তান সাব্বিরকে নিয়ে পরিবার আছেন দুশ্চিন্তায়। কোথায় গেলো তাদের আদরের সন্তান।
জানা যায়, গত নভেম্বর মাসের ৭ তারিখে নগরীর চান্দঁগাও থানার উত্তর ফরিদার পাড়ার পারভেজ জমিদারের বাসা থেকে সকালে মাদ্রাসার উদ্দোশ্যে বের হয় সাব্বির হোসেন। বাসার পাশেই অবস্থিত আহমদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
প্রতিদিনের মতো মা পোশাক কারখানায় ও বাবা কর্মস্থলে চলে যান ভোরে। সাব্বির হোসেন অসুস্থতার কারণে এতদিন মাদ্রাসায় না গেলে ৭ তারিখ সুস্থতাবোধ করার কারণে মাদ্রাসায় যাওয়ার ইচ্ছাপোষণ করে বাবার কাছে।
তাঁর আগ্রহের কারণে বাবাও না করেননি মাদ্রাসায় যাওয়ার জন্য। ভোর হলে বাবা-মা যে যার মতো কর্মস্থলে চলে গেলে সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সাব্বির হোসেন। রাতে বাসায় এসে সাব্বিরকে না পেয়ে মাদ্রাসায় দেখতে যান তাঁর বাবা জসিম উদ্দীন।
কিন্তু মাদ্রাসায় গিয়ে জানতে পারে সাব্বির মাদ্রাসায় যায়নি। এরপর সম্ভাব্য নানা জায়গা খোঁজ খবর নিলেও কোথাও সন্ধান পাওয়া যায়নি। জসিম উদ্দিন বলেন, নিরুপায় হয়ে ৮ নভেম্বর চান্দঁগাও থানায় জিডি করেছি। কিন্তু এখনো কোন সন্ধান পাচ্ছি না।
নিখোঁজ এ ডায়েরির পর চান্দঁগাও থানা পুলিশ বিষয়টি তদন্ত করার জন্য জন্য দায়িত্ব দেন থানার এসআই জাকির হোসেনকে। কথা হলে তিনি জানান, আমরা সম্ভাব্য প্রায় জায়গায় খোঁজ খবর নিয়েছি, এখনো খোঁজ রাখছি। তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, কিন্তু এখনো সন্ধান মিলেনি। আমরো চেষ্টা চালিয়ে যাচ্ছি।