বিশ্বকাপে প্রথমে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে হারের পর আর কোন সমীকরণেই আটকে থাকতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে সবার আগে টাইগাররা কাগজ-কলমেও বিদায় জানাল বিশ্বকাপকে।

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের নিরীহদর্শন বোলিং এবং ব্যাটিংয়ে ব্যর্থতা ছিল লক্ষ্য করার মতো। এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো বাবর আজমের দল ।

২০৫ রানের স্বল্প লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ফখর জামান । প্রথম দশ ওভারেই এসেছে ৫২ রান।

শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান কেউই পারেননি নিজেদের নামের প্রতি সুবিচার করতে। বাধ্য হয়ে বল ঘোরাতে হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। তবে কাজের কাজ কিছুই হয়নি।

পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে ২২তম ওভারে। এলবিডব্লিউতে আব্দুল্লাহ শফিককে ফেরান মেহেদি মিরাজ। তবে শফিক ততক্ষণে নিজের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। মিরাজের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৬৮ রানের ইনিংস। ১২৮ রানে প্রথম উইকেটের পতন।

বাবর আজম এসে ১৬ বলে ৯ করেই ফিরে গিয়েছেন সাজঘরে। এবারও উইকেট নিয়েছেন মিরাজের। ক্যাচটা নিয়েছেন তাওহীদ হৃদয়। ফখর জামান থেমেছেন ৮১ রানে। তাকেও ফিরিয়েছেন মিরাজই। বাউন্ডারি লাইনে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফিরতে হয় এই ওপেনারকে।

এরপর ইফতেখার আহমেদ আর মোহাম্মদ রিজওয়ান দেখেশুনেই ইনিংস শেষ করেছেন। মোট ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিদায় নিল বাংলাদেশ। আর ৬ পয়েন্ট নিয়ে এখনও সেমির স্বপ্ন দেখছে পাকিস্তান।