ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুরের সময় আটক ১৪, অবিস্ফোরিত ৭ ককটেল উদ্ধার

বিএনপির ডাকা টানা তিনদিন অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের সময় ১৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরের আকবর শাহ থানার পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

আকবর শাহ থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর জানান, বিএনপিও অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়কে থাকা গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ধাওয়া দিয়ে ১৪ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি কালো ব্যাগভর্তি অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।