আজ রাতেই কলকাতায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

বিশ্বকাপ চলমান অবস্থায় ঢাকায় ফিরে সবাইকে অবাক করে দিয়েছিলেন সাকিব আল হাসান। ফিরে গতকাল মিরপুরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। অনুশীলন করার কথা ছিল আগামীকালও। নতুন করে জানা গেছে, বাংলাদেশ অধিনায়ক বৃহস্পতিবার রাতেই কলকাতায় ফিরে যাচ্ছেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন বলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানা গেছে।

স্টার অলরাউন্ডার কাল ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন। শনিবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

গতকাল বাংলাদেশ দল যখন মুম্বাই থেকে কলকাতায় সফরের জন্য রওনা হয়, তখনই জানাজানি হয়ে যায় ঢাকা ফিরেছেন সাকিব। তারপর ইনডোরে অনুশীলন করেছেন অনেকক্ষণ। সাকিব মিরপুরের ইনডোর স্টেডিয়ামে আজকেও অনুশীলন করেছেন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে সাকিব কয়েক দিনের জন্য ছুটি নিয়ে ঢাকায় গেছেন।

অবশ্য সাকিবের এমন আকস্মিক ঢাকা সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নিজের ব্যাটিং নৈপুণ্য নিয়ে উদ্বেগ থাকলেও সাকিব কোচিং স্টাফদের সহায়তা না নিয়ে কেন ঢাকায় উড়ে এলেন! তাও আবার বিশ্বকাপের মতো একটা মঞ্চ থেকে। বিসিবির পক্ষ থেকে অবশ্য এসবের কোনও জবাব দেওয়া হয়নি।