বন বিভাগের অসাধু কর্মকর্তাদের হয়রানি থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানব বন্ধন

গাজীপুরে মামলা দিয়ে হয়রানি, রাস্তার উন্নয়ন কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করছে স্থানীয়রা। শনিবার ২১ অক্টোবর বিকেলে রাজেন্দ্রপুরের পেপসি গেট এলাকায় শত শত ভুক্তভোগী রাস্তায় দাঁড়িয়ে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের কর্মকান্ডের প্রতিবাদ করেন। এ সময় ঢাকা-কাপাসিয়া মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। মানববন্ধনে বক্তারা রাজেন্দ্রপুর রেঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষকে হয়রানিসহ পুরনো রাস্তাঘাট সংস্কার বন্ধের অভিযোগ করে। অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, শাহজাহান মিয়া, মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার জসুদা রাণী, আওয়ামীলীগ নেতা হানিফ মাহমুদ, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম রিপনসহ অন্যান্যরা।

সম্প্রতি ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সেনা চেকপোস্ট থেকে দিঘলাপাড়া অভিমুখী রাস্তার সংস্কার করতে গেলে বাধা দেয় বারুইপাড়া বিট অফিসের কর্মকর্তারা। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার বন্ধ করে দেয়ায় ফুসে উঠে স্থানীয়রা।