চট্টগ্রামে ফেনসিডিল বিক্রির সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। তার নাম সাজ্জাদ। তিনি রামগড় থানার পুলিশ কনস্টেবল।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার লোকজন তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১নং বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু।
তিনি বলেন, সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিল সহ আটক করেছে স্থানীয়রা। ভুঁজপুর থানায় খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ নামের এক কনস্টেবল আছেন। তবে আজ সকাল থেকে সে ডিউটিতে অনুপস্থিত রয়েছে। তবে কোথাও আটক হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোন তথ্য নেই।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার নিয়ে আসার পর আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।