শিক্ষক অবহেলা করলে জাতি ধ্বংস হবে- মোস্তাফিজুর রহমান এমপি
বিদেশের শিক্ষকদের অনুসরণ করুন। তারা ছুটির দিনেও বিদ্যালয়ে বসে ব্যস্ত সময় পার করছেন। নিজেরা নিজ নিজ প্ল্যান করছেন ছুটির পরে কিভাবে কোন প্যাটানে পাঠদান করাবেন। অথচ আমরা তা করছি না। বেতন-ভাতা বৃদ্ধির দাবি করছি কিন্তু শিক্ষার মান ভালো করার চেষ্টা করছি না কেউ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ফুলবাড়ী উপজেলা কেনো শিক্ষা নগরী হয় না? কেনো এ উপজেলার মানুষকে বাহিরে গিয়ে ভালো মানের শিক্ষাগ্রহণ করতে হচ্ছে? ফুলবাড়ীর শিক্ষকদের দুর্বলতা বা দৈন্যতা কোথায়? আপনারা বিদেশের শিক্ষকদের অনুসরণ করুন। তারা ছুটির দিনেও বিদ্যালয়ে বসে ব্যস্ত সময় পার করছেন। নিজেরা নিজ নিজ প্ল্যান করছেন ছুটির পরে কিভাবে কোন প্যাটানে পাঠদান করাবেন। অথচ আমরা তা করছি না। বেতন-ভাতা বৃদ্ধির দাবি করছি কিন্তু শিক্ষার মান ভালো করার চেষ্টা করছি না কেউ।
তিনি আরো বলেন, যারা শিক্ষক হতে চান তারাই শিক্ষক। কেনো শিক্ষার্থী পড়ালেখায় দুর্বল হলে তাকে আলাদাভাবে পড়াতে হবে। তাকে সময় দিতে হবে। তার দুর্বলতার গভীরে যেতে হবে। এটি শিক্ষকদের দায়। কোনো দুর্বল শিক্ষার্থীকে পরের শ্রেণিতে এগিয়ে নেয়া যাবে না। এভাবে এগিয়ে কি হচ্ছে? তারা কি শিক্ষা পাচ্ছে? এভাবে শুধু তারা কাগজে কলমে শিক্ষিত হচ্ছে। কিন্তু মেধায় শূন্য থাকছে। তারা এভাবে শিখে কোনো চাকরির পরীক্ষাতেই টিকছে না। কাজেই জাতি গঠন করার দায়িত্ব শিক্ষকদের। মানুষ বলে আগে শিক্ষার মান ভালো ছিল। সঠিক শিক্ষক ছিল। শিক্ষক অবহেলা করলে জাতি ধ্বংস হবে। জাতিকে মূল্যবোধের দিক দিয়ে উপরে উঠাতে হলে শিক্ষকদেরকে দায়িত্ব নিতে হবে।
শনিবার দিনাজপুরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন।
সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোছা. সুফিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।