মেডিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো নীলফামারীতে।
গতকাল দুপুরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি এবং নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে, আইনজীবী সমিতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক এর সভাপতিত্বে এবং এ্যাডভোকেট গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত মেডিয়েটর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ মোছা, আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, যুগ্ম জেলা জজ মো. মতিউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল হোসেন, এ্যাডভোকেট তুষার কান্তি রায়, অক্ষয় কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার, আব্দুল কুদ্দুস মাখন প্রমুখ। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ্যাডভোকেট মো. জুবায়ের আল মামুন, আফসানা বেগম, হুমায়রা নূর। প্রধান অতিথি বিচারপতি আহমেদ সোহেল তার বক্তব্যে বলেন, একসময় ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের ঝগড়া বিবাদে মধ্যাস্থতার মাধ্যমে বিচার হতো, সেটাই হলো মেডিয়েশন, মেডিয়েশনের মাধ্যমে বিচারে কালক্ষেপণ হয়না, দ্রুত বিচার সম্পন্ন হয়।