শিশু আয়াত হত্যা: ৭ দিনের রিমান্ডে আবীর

শিশু আলীনা ইসলাম আয়াতকে (৫) অপহরণের পর হত্যায় অভিযুক্ত আবীর আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ নভেম্বর চট্টগ্রামের বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত।  পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় একটি ডায়েরি করেন শিশুটির বাবা সোহেল রানা। এরপরই ঘটনা তদন্তে নামে পিবিআই।  গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে শিশু আয়াতের হত্যাকারী আবীরকে গ্রেপ্তার এবং হত্যার নানা আলামত উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবীর মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ এবং হত্যার পর লাশ ৬ টুকরা করে বিভিন্ন স্থানে ও নদীতে ফেলে দেয় বলে স্বীকার করে।

আবীর নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া আজহারুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত আবীর আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।  আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, আবীরকে আদালত থেকে প্রিজন ভ্যানের কাছে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মারধর করতে উদ্যত হয় এবং তার ঘৃণ্য কাজের প্রতিবাদ জানায়।  পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দ্রুত তাকে আদালত এলাকা থেকে নিয়ে যায়।