হাইতকান্দির নাঈম ও বটতলের সাজিদ ইয়াবাসহ গ্রেফতার

মিরসরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২ ইয়াবা কারবারিকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটককৃতরা হলো- ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর হাইতকান্দির মৃত আব্দুল হাজির ছেলে আব্দুল্লাহ আল নাঈম (২২) ও মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড বটতলা এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম প্রকাশ সাজিদ (২২)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বটতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, এসআই মোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার তারিখ ও সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মূখে জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে থাকা আরেকজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। উদ্ধারকৃত ইয়াবার ওজন-৪০ গ্রাম। যার আনুমানিক মূল এক লাখ ২০ হাজার টাকা।

মিরসরাই থানা ওসি কবির হোসেন জানান, মামলা নং-১৫, তাং-২৪/০৯/২০২৩খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ রুজু করা করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।