আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার দশ প্রধানমন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নিতে যাচ্ছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। সুলতানের প্রাসাদ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় তিনি শপথ নেবেন। শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) জোট নির্বাচনে সর্বাধিক ৮২ আসন জিতেছে। সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই লাভ করেনি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকে। তবে দেশটির বিরোধী জোট দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা নিশ্চিত করতে পেরেছে। একই দাবি করেন পেরিকটান ন্যাশনাল (পিএন) দলের প্রধান মুহিউদ্দিন ইয়াসিনও। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ভূমিকা পালন করেন রাজা আব্দুল্লাহ।