নীলফামারীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫৫) নামে এক পাট গোডাউন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শামসুল হক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পাট গোডাউনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শামসুল বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অন্যদিক থেকে আসা বাইসাইকেলে আরোহী শামসুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিকে ওই দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বামদিকের দোকানে ঢুকে গিয়ে সড়কে মাঝামাঝি অবস্থান নেয়। এ কারণে রংপুর-দিনাজপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচএফ