জুতা পায়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বিপাকে উপজেলা চেয়ারম্যান মোতালেব

ওসিকে ব্যবস্থার নির্দেশ আদালতের

চট্টগ্রামের সাতকানিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করায় উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক নাজমুন্নাহার সাতকানিয়া থানার ওসিকে এ নির্দেশ দেন।

অভিযুক্ত এমএ মোতালেব চৌধুরী পদুয়া চিব্বাড়ী অছিয়র রহমানের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন বলেন, গত ২৭ মার্চ মামলার আবেদন করা হলে রবিবার (২৭ আগস্ট) আদেশ দেন আদালত। এতে সাতকানিয়া থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চে সাতকানিয়া উপজেলা কার্যালয়ের সামনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে আসেন উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব চৌধুরী এবং ইউএনও ফাতেমা তুজ জোহরাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শুরুতে ইউএনও ফুল দিতে চাইলে তাঁকে বারণ করেন উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওর মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর সেখানে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী। এরপর দুই উপজেলা চেয়ারম্যান মিলে ফুল দেন। এ সময় জুতা না খুলে চেয়ারম্যান এমএ মোতালেব প্রতিকৃতিতে উঠেন। এরপর জুতা পায়ের সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়।