বিটিভি—তছরুপ করা অর্থ ফেরতের আদেশ মানছেন না জগদীশ

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও দেখা যায়। তবে দুর্নীতি প্রমাণিত হওয়ার পর অবৈধভাবে গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে চিঠি জারি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র বিরুদ্ধে। সরকারি অর্থ তছরুপ করেও অজ্ঞাত ক্ষমতায় তিনি বহাল তবিয়তে রয়েছেন।

তবে এ বিষয়ে জগদীশ চন্দ্রের ভাষ্য হচ্ছে- আমি একা না, আরও অনেকেই একইভাবে অর্থ গ্রহণ করেছে এবং প্রক্রিয়াটি অবৈধ নয়। যে কারণে অর্থ ফেরত দেওয়ার প্রশ্নই আসে না।

গত বছর ১৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বিটিভিতে পরিচালক (অনুষ্ঠান) পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জগদীশ চন্দ্র এষ’র বিরুদ্ধে গবেষণা ও রয়্যালিটি বাবদ অবৈধ পন্থায় অর্থ গ্রহণের লিখিত অভিযোগ যায় মন্ত্রণালয়ে। সেখান থেকে বিটিভি কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কর্তৃপক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে দুর্নীতির তথ্য-প্রমাণ সম্বলিত প্রতিবেদন দেয়।

প্রতিবেদনের প্রেক্ষিতে বিটিভির মহাপরিচালক বরাবর মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিটিভি’র ঢাকা কেন্দ্রের শিল্পী সম্মানী খাত থেকে বিভিন্ন অনুষ্ঠানে গবেষণা ও রয়্যালিটি বাবদ গ্রহণকৃত ১০ লাখ ৪৪ হাজার ৭৯৬ টাকা সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এই চিঠি দ্বারা পরিস্কারভাবে বোঝা যায়, জগদীশ চন্দ্র এষ গবেষণা ও রয়্যালিটি বাবদ বিটিভি থেকে যে টাকা নিয়েছেন, তা নিয়ম মাফিক হয়নি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, চিঠি জারির ১৫ মাস পার হলেও এখনও পর্যন্ত সরকারি কোষাগারে টাকা জমা দেননি জগদীশ চন্দ্র এষ। একই সঙ্গে, অনিয়মে অভিযুক্ত হয়েও তিনি বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে জগদীশ চন্দ্র এষ বলেন, আমি একা তো টাকা নেইনি। এরকম খাতে আরও অনেকেই টাকা নিয়েছে। টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। বিটিভি কর্তৃপক্ষ বিষয়টি আরো খোঁজ খবর করছে। আরো কে কে টাকা নিয়েছে তা দেখছে। এক্ষেত্রে কোন অনিয়ম হয়নি।

উল্লেখ্য, বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির আরো বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পরবর্তীতে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হবে।

দেশ বর্তমান/এআই