কনসার্টে অংশ না নিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল আদালতে হাজিরা দিয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজিরা দেন তিনি।
মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ কারণে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
এর আগে গত ২২ মে বাদীকে কনসার্টের এক লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার শর্তে জামিন পান নোবেল। এরপর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান এই গায়ক।