সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা শূন্যের কোঠায় আনার আহ্বান জানিয়েছেন।  ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কে. ভার্মার সাথে সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কে. ভার্মা।

ড. মোমেন সন্ত্রাস, মৌলবাদ এবং বিদ্রোহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করায় হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন, যা শেষ পর্যন্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য বোঝা রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতের সমর্থন চেয়েছেন।  উত্তরে হাইকমিশনার জানান, ভারতও এ সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধানে আগ্রহী।  মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে ভারত।

ড. মোমেন দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।  তিনি ভারতের সভাপতিত্বে এ-২০ বৈঠকে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আশা করেন।