খুলনা নগরীর চরেরহাট এলাকার ভৈরব নদ থেকে একজন চায়না প্রকৌশলীর লাশ উদ্ধার কেরছে খালিশপুর থানা পুলিশ। চায়নার ওই প্রকোশলীর নাম ওয়াং সিয়াও খুই। তিনি খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল প্রকৌশলী ছিলেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলাবাহিনী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওয়াং সিয়াও। পরদিন থানায় জিডি করে তারই এক সহকর্মী।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তদন্তে চীনা নাগরিক প্রজেক্ট থেকে বের হয়ে চুল কাটাতে যাওয়ার তথ্য সিসিটিভি দেখে জানতে পারি। তার রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের পর ঘটনার জট খুলবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।