নোয়াখালীর প্যানকেয়ার হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিল না পেয়ে রোগী আটক হাসপাতাল কর্তৃপক্ষের, রোগীর মৃত্যু

নোয়াখালী জেলা শহরে প্যানকেয়ার আইসিইউ অ্যান্ড নরমাল ডেলিভারি সেন্টার নামের বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে টাকা না পেয়ে রোগীকে হত্যার অভিযোগ উঠার পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এর আগে বিল না পেয়ে রোগীকে আটক ও হত্যার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চালানো  অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ।  এ সময় ডা. নাঈমা নুসরাত জেবিন উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে আইসিইউ ও রেডিওলোজি বিভাগে চিকিৎসক, নার্সসহ পর্যাপ্ত জনবল না পেয়ে তা বন্ধ ঘোষণা করা হয়।  এছাড়া ভোক্তা অধিকারসহ বিভিন্ন আইনে হাসপাতালের মালিক আবদুল মালেক মানিককে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিন বলেন, ‘এ হাসপাতালে নিয়মবহির্ভূতভাবে একজন বিষপান করা রোগীকে ভর্তি করেছে।  টাকার জন্য সেই রোগীকে আটক করার অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।  সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ’

উল্লেখ্য, শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিষপানে আহত সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামের বাবর আহম্মদকে (২৪) নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নিজের হাসপাতালে ভর্তি করেন মানিক।

পরেরদিন শনিবার (১৯ আগস্ট) বিকেলে ৪৭ হাজার টাকা বিল করলে রোগীর পরিবার ২৫ হাজার টাকা দেয়।  বাকি টাকা দিতে না পারায় কক্ষে তালা মেরে রোগীকে আটক করে লোকজনকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।  পরদিন রোববার (২০ আগস্ট) দুপুরে সদর হাসপাতালের বারান্দায় বাবরের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্বজনরা জেলা প্রশাসককে অভিযোগ দিলে সিভিল সার্জন কার্যালয় তদন্ত কমিটি গঠন করে।  সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনের নেতৃত্বে সেই কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে।