নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বহুতল ভবনের ১৪ তলার ওপরে থাকা একটি টিন সেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) সকালে বালুর মাঠের প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে অনেক ধোঁয়া দেখে আশপাশে বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কেউ হতাহত হননি৷তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।