অর্থ ও জ্বালানিতে নতুন সচিব

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভোগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।  অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান অর্থ সচিব ফাতেমা ইয়াসমিনের চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন খায়েরুজ্জামান মজুমদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার অভিপ্রায় অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে ঐচ্ছিক অবসর দেওয়া হয়েছে। আর অর্থসচিব হিসেবে খায়েরুজ্জামান মজুমদারের নিয়োগ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

আলাদা আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।  আগামী ২৮ আগস্ট থেকে এই নিয়োগ কার্যকর হবে।