বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবামূলক সংগঠন মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ১৫ টাকায় প্রায় ৬০০ টাকার বাজার প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে নগরীর পূর্বনাসিরাবাদ সামারা কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমে প্রতিকেজি চাল ১ টাকায়, ৪ টাকায় ডাল, ৫ টাকায় সয়াবিন তেল, ১ টাকায় লবণ, ২ টাকায় আটা, ৬ টাকায় মুরগি, ১ টাকায় আলু, ২ টাকায় লাউ, ২ টাকায় মিষ্টিকুমড়া, ২ টাকায় ৬টি ডিমসহ ১১ ধরণের পণ্য থেকে মোট ১৫ টাকায় পছন্দমতো পণ্য কেনার সুযোগ পায় ২০০ নিম্নআয়ের মানুষ।
এ সময় বাজার করতে আসা পঞ্চাশোর্ধ রফিক উদ্দিন বলেন, এ যুগে ১৫ টাকায় এতো বাজার পাবো কল্পনা করিনি।
গৃহিণী জরিনা বেগম বলেন, এই বাজার থেকে পরিবারের জন্য ৬ টাকায় মুরগি কিনতে পেরেছি। অনেকদিন পর মুরগীর মাংস খাওয়ার সুযোগ পেয়েছি।
দিনমজুর হাফিজ মিয়া বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ। ১৫ টাকার বিনিময়ে বাজার থেকেই শুধু মুরগিই নয়, চাল, ডাল সবজিসহ আরও অনেক কিছুই পেয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, একটা গোষ্ঠী আছে যারা সব সময় এদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে চায়। জাতির পিতাকে খুন করার মাধ্যমে এটা শুরু করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সফলতা ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়া বুঝতে পেরেই স্বাধীনতা বিরোধীরা তাঁকে ঠান্ডা মাথায় হত্যা করে। ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আসায় মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিবো আমরা। তিনি বলেন, আজকে ওই ১৫ টাকার বাজার কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তাঁর প্রিয় কন্যার নামে এ উদ্যোগ গ্রহণ করেছেন। ১৫ আগষ্টে মাত্র ১৫ টাকা দিয়ে বিভিন্ন প্রকারের নিত্যাপণ্য কিনতে পেরেছে সুবিধাবঞ্চিতরা। এটি প্রশংসনীয়।
আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন বাচ্চু এমপি। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্ববান জানান। তিনি, ১৫ আগস্টে নিম্নআয়ের মানুষদের জন্য ১৫ টাকায় বাজার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, তরুণ আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ২০০ শ্রমজীবী পরিবারকে ১৫ টাকায় বাজার প্রদান করছি। যে বাজার থেকে ১৫ টাকা প্রতীকি মূল্যে প্রায় ৬০০ টাকার বাজার করতে পারছে শ্রমজীবী পরিবারগুলো। তিনি ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন।
যুবলীগ নেতা আনিসুর রহমান মানিক ও এস এম কায়েসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, মহানগর আ’লীগের উপদেষ্টা শফর আলী, নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ সভাপতি খয়রাতি মিয়া চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আ’লীগ সভাপতি আতিকুর রহমান, নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, শুলকবহর ওযার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়াদী উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইউনিট আ’লীগ নেতা শাহীনুল আলম, জাফর আহম্মদ, মো. হোসেন, মো. অহিদ চৌধুরী মুক্তি, আনিসুর রহমান মানিক, এস এম মবিনুল হক মনিরাজ প্রমূখ। অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী।