অস্ত্রসহ সীতাকুণ্ডের ‘বাংলা’ গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ শীর্ষ ডাকাত ও ছিনতাইকারী ইকবাল হোসেন প্রকাশ ‘বাংলা’কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের মাজার রোড এলাকার দিদার সওদাগরের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই করা সহ সোনাইছড়ি জোড়ামতল এলাকার জনগণের আতঙ্ক সন্ত্রাসী ইকবাল হোসেন প্রকাশ বাংলা অবস্থান করছে— এমন খবরে বিশেষ কৌশলে অভিযান চালিয়ে ইকবাল হোসেন প্রকাশ বাংলাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কোমরে গোঁজা অবস্থায় একটি দেশিয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী ইকবাল হোসেন প্রকাশ বাংলাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে সীতাকুণ্ড থানায় বিভিন্ন ধারার চারটি মামলা রয়েছে। অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।