চট্টগ্রামে ইয়াবার মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম ইয়াবার মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়ার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দম্পতি হলো—  মো. খোরশেদ প্রকাশ সোহেল এবং নারগিস আকতার।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের মার্চে নগরের চকবাজার এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ খোরশেদ ও নারগিসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ মামলায় তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম জানান, তারা দুইজন স্বামী-স্ত্রী। আদালত তাদের দুজনকেই পাঁচ বছর করে সাজা এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।