বৃষ্টিতে ভিজে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আলোচনার প্রস্তাব পুলিশের

দীর্ঘদিনের একদফা দাবি অর্থাৎ সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতকপড়ুয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করেছেন তারা।  সড়ক অবরোধ করে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।  পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি হানা দেয়।  এসম অবরোধ কর্মসূচিতে অনড় থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের।  বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, একদফা দাবি আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।  ঢাবি রেজিস্ট্রার ভবনে সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে।  ঢাবি অধিভুক্ত সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।  তাদের দাবি- নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

এদিকে সড়ক অবরোধে জনভোগান্তির কথা উল্লেখ করে পুনরায় সমন্বয়কের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ।  নীলক্ষেত মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

শাহেন শাহ মাহমুদ বলেন, যেকোনো বিষয়ে দাবি-দাওয়ার জন্য রাস্তা বন্ধ করা উচিত নয়।  আমরা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছি।  শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন।  আমি নিজে শিক্ষার্থীদের নিয়ে সমন্বয়কের কাছে যাব এমন প্রস্তাব দিয়েছি।  শিক্ষার্থীরা আমাদের প্রস্তাব শুনেছেন এবং সমন্বয়কের সাথে বসে আলোচনায় বসবে বলে বিশ্বাস করি।