আগুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের মো. সোহেল মিয়া, একই গ্রামের মো. জিলানী এবং বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি সিএনজি দাঁড়ানো আবস্থায় ছিল, ঢাকামুখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হয়। আহত হন আরও দুই যাত্রী।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এমএইচএফ