চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালায় আবুল বশর প্রকাশ হাতকাটা বশর নামে এক ‘মৃত’ ব্যক্তিকে (মৃত সনদ প্রাপ্ত) দ্বিতীয়বার গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
প্রথমবার পুলিশকে বোকা বানিয়ে ফসকে গেলেও এবার (শুক্রবার ১৮ আগস্ট) গরু চোর সিন্ডিকেটের মূলহোতা হিসেবে গ্রেফতার হয় পুলিশের হাতে। কিন্তু ইউনিয়ন পরিষদের রেকর্ড ও মৃত্যু সনদ অনুযায়ী আবুল বশর মারা গেছেন ৯ মাস আগে।
পুলিশ জানায়, গত ২৭ মে রাতের আঁধারে চুরি করতে গেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা। থানায় ওয়ারেন্ট থাকলেও মানবিক বিবেচনায় রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, আবুল বশর একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে। রয়েছে একাধিক মামলার ওয়ারেন্টও। কিন্তু ভুয়া মৃত্যু সনদ নিয়ে নিজেকে মৃত সাজিয়ে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে শহরে বসবাস শুরু করে। দিনের বেলা শহরে থাকলেও রাতের বেলা চোর সিন্ডিকেটের সদস্যদের নিয়ে এলাকায় গরু চুরি করে আবার শহরে চলে যায়।
বেশ কিছুদিন চুরি বন্ধ থকলেও গত এক সপ্তাহে ওই এলাকায় দুবার গরু চুরির ঘটনা ঘটে। গত ১০ আগস্ট রাতে ৬টি গরু চুরির পর ১৭ আগস্ট ফের চুরি করতে গেলে ২টি গরুসহ একটি পিকআপকে জব্দ করে পুলিশ। পিকআপ চালককে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাতকাটা বসরসহ তার সিন্ডিকেটের ৭ সদস্যকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আবুল বশর অতি চালাক প্রকৃতির। তার নেতৃত্বেই একটি সিন্ডিকেট ট্রাক বা পিকআপ যোগে গরু চুরি করে চট্টগ্রাম শহরে নিয়ে বিক্রি করতো। প্রথমবার সে ফসকে গেলেও এবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা।