পুলিশের চোখে স্প্রে, পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি

পুলিশের চোখে স্প্রে করে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে।  এরা হলো মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ।  দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ দুই আসামি পালিয়ে যায়।  তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোঁড়ার পর চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।  এরপরই জঙ্গিরা পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, গ্যাস স্প্রে করে জেএমবির দুই সদস্যকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।

ফারুক হোসেন আরও জানান, দুর্বৃত্তদের ধরতে আমরা তাৎক্ষণিক চেষ্টা চালাই।  কিন্তু ধরা সম্ভব হয়নি।  আমাদের চেষ্টা চলছে। এ নিয়ে একাধিক টিম কাজ করছে।

এদের ধরিয়ে দিতে পুলিশ এক সময় পুরস্কারও ঘোষণা করেছিল।  মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেল একাধিক মামলার আসামি।

২০১৫ সালের ৩১ অক্টোবর প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যার মামলায় ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট জঙ্গির ফাঁসির রায় দেন আদালত।