ছাত্রদলের এক নেতাকে শনিবার (১৯ নভেম্বর) গুলি করে হত্যা করা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য প্রাণ দিয়েছেন।
রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৩৫ লাখ মানুষের নামে আজ মামলা দেয়া হয়েছে। গুম করা হচ্ছে। খুন করা হচ্ছে। মানুষ বাধা মানছে না। মানুষ গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শরিক হচ্ছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে তৃতীয়বারের মতো স্বাধীন করতে চাই। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হোন। জীবন বাজি রেখে এ লড়াইয়ে শরিক হোন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা কমিটি নিয়ে সংঘাত করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।