নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বুধবার (১৬ আগস্ট) সেমিফাইনালে আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে মহিলা ফুটবল বিশ্বকাপের (Women’s World Cup 2023) ফাইনালে উঠলেন ইংলিশ ললনারা।
এর আগে, কানাডা থেকে ফ্রান্স-নারী বিশ্বকাপের এই দুই আসরে ইংল্যান্ডের ভাগ্য থেমে গিয়েছিল সেমিফাইনালে। ২০১৫ সালে ইংলিশদের বিদায় নিতে হয়েছিল জাপানের কাছে হেরে এবং ২০১৯ সালে তাদের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারই প্রথম নারীদের বিশ্বকাপের ফাইনালে গিয়েছে ইংলিশ নারীরা।
এদিকে, মঙ্গলবার (১৫ আগস্ট) নাটকীয় সেমিফাইনালে সুইডেনকে কাঁদিয়ে ২-১ গোলের জয় পেয়েছে স্পেনের নারী ফুটবল দল।
এর আগে, সেমিফাইনালে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে নাম লিখিয়েছিল স্পেন। এবারের আগে মাত্র দুইবার বিশ্বকাপে খেলেছিল স্প্যানিশ মেয়েরা। ২০১১ সালে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। আর ২০১৫ সালে দ্বিতীয়বার অংশ নিয়ে তাদের যাত্রা থামে শেষ ষোলোতেই। এবার অবশ্য শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে তারা পৌঁছে গেছে একেবারে ফাইনালে।
রবিবার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনিতে শিরোপা নির্ধারণী মঞ্চে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড