আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। মূল স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা কঠোর অনুশীলন করছে আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে। এদিকে মিরপুরে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলনের মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা।
হঠাৎই আগুন ধরতে দেখা গেল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে ম্যাচের আবহে অনুশীলন করছিল বাংলাদেশ দল। তখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পুরো দল অনুশীলন বন্ধ করে নিরাপদে দাঁড়িয়ে থাকে।
তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ছড়িয়ে পড়া ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়। ’
আব্দুল বাতেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে। ’
প্রত্যক্ষদর্শী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, দেড়-দুই মিনিটের মতো আগুন ছিল। এরপর এমনিতেই বন্ধ হয়ে যায়। জানা গেছে বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির পর হঠাৎ করে ফ্লাইড জ্বালানোতে মূলত অগ্নিকাণ্ড হয়।
এদিন বৃষ্টির কারণে এমনিতেই নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর অনুশীলন শুরু হয়। ওয়ার্মআপ শেষে ক্রিকেটাররা ম্যাচের আবহে অনুশীলন শুরু করেন। এরপর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হওয়ায় তারা আবার অনুশীলনে নেমে পড়েন।
এশিয়া কাপের জন্য শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।