৫০০ কোটির ক্লাবে ঐশ্বরিয়া

এবার ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।  সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘পন্নিয়িন সেলভান ১’ বিশ্বব্যাপী আয় করছে ৫০০ কোটি রুপি।  এটি দ্বিতীয় তামিল সিনেমা, যা ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নিতে পেরেছে।  এর আগে এই মাইলফলক অর্জন করে রজনীকান্তের ‘২.০’।

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় মণিরত্নমের ‘পন্নিয়িন সেলভান ১’।  জানা গেছে, ৫০০ কোটি রুপি আয়ের মধ্যে ২৩০ কোটি এসেছে শুধু তামিলনাড়ু থেকে, যা ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণান, জয়ম রবিসহ অনেকে।  হাজার বছর আগের চোলা সাম্রাজ্যের গল্পে নির্মিত হয়েছে ‘পন্নিয়িন সেলভান ১’।

এরইমধ্যে ছবির দ্বিতীয় কিস্তির কাজ শেষ।  চলছে সম্পাদনার কাজ।  ভারতের একাধিক গণমাধ্যমে নির্মাতা জানিয়েছেন, খুব শিগগির সেটিও মুক্তি পাবে।