মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার (১৯ নভেম্বর) ভোটগ্রহণ শুরু হয়েছে।  সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।

নির্বাচনী প্রতিযোগিতায় নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলেও, বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম।  প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদও।

নির্বাচনী সভা-সমাবেশে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।  এবং ‘এটি হবে জনগণের বিজয়।’

মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।