এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় তারা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

সেখান থেকে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো:
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার(এসি) নব কুমার বিশ্বাস বলেন, সাইন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধঘণ্টা যাবত তীব্র যানজটের তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, আমরা অনেক কম সময় পাচ্ছি। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব।

এমএইচএফ