শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন

বললেন সেতুমন্ত্রী

শেখ হাসিনার বেঁচে থাকাটাই বিএনপির অন্তর্জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, বারবার ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনার বেঁচে থাকা এবং ক্ষমতায় থাকাই বিএনপির অন্তর্জ্বালা।  তাদের বুকে ব্যথা, মনে জ্বালা।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।  দেশের জনগণ তার সঙ্গে আছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কেবিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে রক্ষাণাত্মক হলেও তাদের অন্তরে রয়েছে আক্রমণাত্মক শোডাউন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন।  ১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন!  এইতো ক্ষমতায় এসে যাব- এমন একটা ভাব ছিল।  এখন সে ভাব কোথায় গেল!  বলেছিল, বিজয় মিছিল করবে ঢাকায়, এখন ভিন্ন সুর।  জানি না, এটা আবার কোন কৌশল!

বিএনপি প্রতিহিংসার রাজনীতির হোতা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতির সূচনা করেছেন।  গণতন্ত্র ধ্বংসকারী বিএনপি।  দেশের মধ্যে জঙ্গিবাদ -সন্ত্রাস তাদের আমলেই সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়।

তিনি আরও বলেন, ফখরুল এখন বলছেন দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে।  কিন্তু কোনো ষড়যন্ত্র-চক্রান্তে দেশ অনিশ্চয়তার দিকে যাবে না, বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।

সেতুমন্ত্রী আরও বলেন, সারা দেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির জ্বালা বাড়ছে।  তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে।  শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বিশ্ব প্রশংসা করলেও, তারা নাকি কোনো উন্নয়ন-অগ্রগতি দেখতে পায় না।

এদিকে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে হারুন উর রশিদকে সভাপতি ও তানজিদ বিন রহমান তুর্যকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।