চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। এতে কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ইনস্টিটিউটে প্রবেশ করতে পারেননি। এর ফলে ইনস্টিটিউট কার্যতঃ অচল হয়ে পড়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের একমাত্র দাবি চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সুযোগ-সুবিধা আছে, তা আমরা পাচ্ছি না। তাছাড়া এখানকার বেশিরভাগ অবকাঠামো ব্যবহার অনুপযোগী। এখানকার শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও বলেন, ১৫ দিন ধরে আন্দোলন চলছে। কিন্তু এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।
এর আগে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে চবি উপাচার্য শিরীণ আখতার বরাবর চিঠি দেন আন্দোলনকারীরা।
বিষয়টি সমাধানে গত ১১ নভেম্বর একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৪ সদস্যের এই কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক (ছাত্র উপদেষ্টা) আবদুল্লাহ মামুন। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কমিটির কয়েক দফা বৈঠক হয়েছে। আজও (বুধবার) একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলমান। তবে শিক্ষার্থীদের আজকের অবরোধ সম্পর্কে তিনি কিছু জানেন না।
এদিকে, কমিটির কার্যক্রম চলার মধ্যে শিক্ষার্থীদের এমন ‘উচ্ছৃঙ্খল আচরণ’ দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিষয়টি সমাধানের লক্ষ্যে কাজ চলছে। এর জন্য সময় প্রয়োজন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৫ দিন ধরে বন্ধ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। এর ফলে স্থবির হয়ে পড়েছে অ্যাকাডেমিক সব কার্যক্রম।