১৩২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৩২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তিনি।

নগরেরএমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করছেন।

এদিন সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

১৩২ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৪৩৬ ভোট। বাকি পাঁচ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩১৬ ভোট, মোহাম্মদ আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৩৮২ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৫১ ভোট, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৬ ভোট ও গণমুক্তি জোটের রশিদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট।

এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া ২৩ জন ভোটার তৃতীয় লিঙ্গের।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এই আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।